কুমিল্লায় যাত্রীসেবার মান উন্নয়নে পরিবহনের চালক ও হেলপারদের কর্মশালা প্রশিক্ষণ দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কুমিল্লায় সচেতনতা বৃদ্ধি ও যাত্রীসেবার মান উন্নয়নে পরিবহনের চালক ও হেলপারদের কর্মশালা প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া মহাসড়কে হেলপার দিয়ে কিংবা চোখে ঘুম নিয়ে গাড়ি না চালাতেও পরামর্শ তার। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশ’ চালক ও হেলপার অংশ নেন।



















