কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাস জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকা যাওয়ার পথে গেলরাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় আটক করা হয়। পরে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মোড়লহাটের দুলাল হোসেন ও একই এলাকার হুমায়ুন কবির।তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানায় গোয়েন্দা পুলিশ।























