কুমিল্লায় ডাম্পিং স্টেশনে আইনী জটিলতায় নষ্ট হচ্ছে কয়েক হাজার যানবাহন
- আপডেট সময় : ০১:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুমিল্লা পুলিশ লাইন, হাইওয়ে ডাম্পিং স্টেশন ও ১৮টি থানায় আইনী জটিলতায় নষ্ট হচ্ছে কয়েক হাজার যানবাহন। বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার এসব গাড়ি। দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি হলে রক্ষা পেতো এসব মূল্যবান সম্পদ। শিগগিরই এ সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
কুমিল্লার বিভিন্ন থানা কিংবা হাইওয়ে পুলিশের ডাম্পিং স্টেশনে, খোলা আকাশের নিচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জরাজীর্ণ হয়ে আছে হাজার হাজার যানবাহন। আইনি জটিলতায় বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হচ্ছে গাড়িগুলো। ধুলায় ঢাকা এসব যানবাহনের কোনোটির চাকা বসে গেছে, কোনোটির নেই আসন, দরজা কিংবা গ্লাস, আবার কোনোটির আছে শুধু কাঠামো। এমনকি যন্ত্রাংশ চুরি হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সঠিক সময়ে আদালতে স্বাক্ষী হাজির না হওয়ায় এমন দীর্ঘসূত্রিতায় পড়েছে বলে জানান, এই আইন কর্মকর্তা।
মামলা নিষ্পত্তি না হলে যানবাহনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তবে, মামলার তালিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট। দ্রুত এসব মামলা ফয়সালা হতে পারে বলে জানান, কোর্ট পুলিশ।
অবৈধভাবে মাদক পরিবহনসহ নানা কারনে আটক গাড়িগুলো জায়গার অভাবে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। দ্রুত মামলা নিষ্পত্তিই পারে এগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।






















