কুমিল্লায় কাউন্সিলর হত্যার ভিডিও ফুটেজ ভাইরাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা হত্যার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গেল ২২ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়। ২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় মুখোশধারী দুইজন প্রকাশ্যে গুলি করতে করতে নগরীর পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ের সামনে দৌঁড়ে আসেন। এর মধ্যে একজন ভেতরে ঢুকে প্রথম দফায় গুলি চালায়। কিছুক্ষণ পর অন্যজনও গুলি ছোঁড়ে।এসময় রাস্তায় কোনো মানুষ দেখা যায়নি। আশপাশের দোকানগুলোও ছিল বন্ধ। ঘটনার পর অস্ত্রধারী যুবকরা স্থান ত্যাগ করলে আশপাশের লোকজনকে বের হতে দেখা যায়। মঙ্গলবার রাতে কাউন্সিলর সোহেল ও হরিপদ হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে।