কুমিল্লার ১১টি ইউনিয়নেই বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা

- আপডেট সময় : ০২:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নেই বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। ১১ ইউপির অধিকাংশ ওয়ার্ড সদস্যও জয় পাচ্ছেন ভোট ছাড়াই।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একাধিক প্রার্থী না থাকায় সব চেয়ারম্যান এবং অধিকাংশ সদস্য পদে নৌকার প্রার্থীরা জয়ী হতে যাচ্ছেন বলে উপজেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছে। কুমিল্লা-৯ সংসদীয় আসনের মধ্যে পড়েছে লাকসাম ও মনোহরগঞ্জ। এখানকার এমপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তার আসনে দীর্ঘদিন ধরে ভোট ছাড়াই নৌকার প্রার্থীরা জয় পান বলে অভিযোগ আছে। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে লাকসাম উপজেলার ৫ ইউনিয়নের কোনোটিতেই ভোট হয়নি। চেয়ারম্যানের পাশাপাশি সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের ৬৫ প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এভাবে ভোট ছাড়াই নির্বাচিত হওয়া নিয়ে সমালোচনা করেন।