কুমিল্লার মুরাদনগরের বিকাশ চন্দ্র বর্মন হত্যায় অভিযুক্তকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগরের বিকাশ চন্দ্র বর্মনকে হত্যায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল।
গত ৩০ অক্টোবর রাতে মুরাদনগর উপজেলার জেলাপাড়ার কিশোর বিকাশ চন্দ্র বর্মন লক্ষ্মীপূজার দিন পাশ্ববর্তী মনা বাবুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে প্রসাদ খাওয়া শেষে বন্ধুদের সাথে মুরাদনগর বাজারে চা খেতে যায়। পরে ঐ রাত ও পরদিন সে আর বাড়ি না ফেরায় তাকে খুজাখুজি করা হয়। পরে তার বাবা প্রহ্লাদ চন্দ্র বর্মন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ্য করে থানায় মামলা করে। পরে ২ অক্টোর ভিকটিমের বাড়ির পাশে পুকুরের কচুরিপানার নিচ থেকে বিকাশের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ শাকিবকে গ্রেফতার করে।



















