কুমিল্লার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ।
স্বাস্থ্যবিধি মেনে মাথাভাঙ্গা ও আসাদপুর ইউনিয়নে এক হাজার কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রম চলবে পৌরসভাসহ বাকি সব কয়টি ইউনিয়নে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বেপারী সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।