কুমিল্লার দেবিদ্বার শক্রমুক্ত দিবস আজ
- আপডেট সময় : ০১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বার শক্রমুক্ত ও জামালপুর জেলার কামালপুর মুক্ত দিবস আজ।
আজ ৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বার শক্রমুক্ত দিবস। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। মেজর জেনারেল আরডি বিহারের নেতৃত্বে বৃহত্তর কুমিল্লার দেবিদ্ধারসহ বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালিত হয়। মুক্তিযোদ্ধা আর মিত্রবাহিনীর আক্রমনের ফলে হানাদাররা এ রাতে দেবিদ্বার ছেড়ে পালিয়ে যায়।
আজ জামালপুর জেলার কামালপুর মুক্ত দিবস। ১০ দিনব্যাপী প্রচন্ড যুদ্ধের পর ৪ ডিসেম্বর সন্ধ্যা সারে ৭ টায় দুর্গে অবরুদ্ধ ৩১ বালুচ রেজিমেন্টের গ্যারিসন কমান্ডার আহসান মালিক খানসহ ১৬২ জন হানাদার সদস্য মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পন করে। পরে ঐদিন মুক্ত হয় কামালপুর।
এদিকে, ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধারা শেরপুরের ঝিনাইগাতী অঞ্চলকে শক্রমুক্ত করে।


















