কুমিল্লার দাউদকান্দির খরস্রোতা কালাডুমুর নদী এখন মরা খাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দির খরস্রোতা কালাডুমুর নদী এখন মরা খাল। দীর্ঘদিন খনন না করায় নদীটি ভরাট হয়ে গেছে। বালু ও পলি জমে কমে গেছে পানির ধারণ ক্ষমতা। শুস্ক মৌসুমে পানিশূন্য হয়ে গেলে সঙ্কটে পড়ে এ অঞ্চলের কৃষক। নদীটি দ্রুত খননের দাবি জানিয়েছে সচেতন মহল।
গত দুই দশক ধরে বোরো মৌসুমে নদীতে পর্যাপ্ত পানি পাচ্ছেনা এ অঞ্চলের কৃষক। ধীরে ধীরে এই সমস্যা আরও তীব্র হচ্ছে। ২৩ কিলোমিটার দীর্ঘ নদীর কিছু অংশে অল্প পরিমান পানি থাকে। তবে, বেশিরভাগ স্থানেই দেখা দিয়েছে পানিশূন্যতা। ফলে, বেড়েছে কৃষকের দুর্ভোগ।
দাউদকান্দিসহ চার উপজেলার অন্তত ৫০হাজার বিঘা জমি আবাদ হয় এই নদীর পানি দিয়ে। খনন হলে এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠি উপকৃত হবে বলে মনে করেন এই বিশ্লেষক। এ নদীর পানি দিয়ে উৎপাদন হয় প্রায় সাড়ে ১২ লাখ মণ বোরো ধান।




















