কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত শনাক্ত : আইনের আওতায় আনার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

- আপডেট সময় : ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কুমিল্লার ঘটনার মূল অভিযুক্ত ঘন ঘন স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছেন। শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে। বলেন, একটি কুচক্রি মহল ফেসবুকে ভূয়া ভিডিও দিয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। দুপুরে রেব সদরদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রেবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার বিস্তৃতে ‘রেবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ কার্যক্রমের উদ্বোধন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সাম্প্রতিক হামলা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ভূয়া ভিডিও দিয়ে ধর্মীয় শান্তি বিনষ্টের চেষ্টা করছে।
মন্ত্রী আরো বলেন, চাঁদপুরে চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।
মন্ত্রী হুঁশিয়ারী দেন, যারা এই ধরনের অপপ্রচার চালিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা।