কুমিল্লায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসীর হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ২০৮২ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে রাতে হামলা চালিয়ে মালামাল ভাংচুর করেছে একদল সন্ত্রাসী।
পরিবারের দাবি সম্পত্তির বিরোধের কারণে বড় ভাইয়ের ভাড়া করা সন্ত্রাসীরা উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের প্রবাসী রুবেলের বসত-বাড়িতে এ হামলা চালিয়েছে। হামলার ঘটনায় উনকোট গ্রামের নজরুল ইসলাম তিতুর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ৫জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। চৌদ্দগ্রাম থানার ওসি জানান, প্রবাসীর বসত ঘরে হামলার ঘটনায় একটি অভিযোগ করেছে, দোষীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।