কুমারখালীতে আসামী ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় ৫ পুলিশ সদস্য আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার কুমারখালীতে আসামী ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পরে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চুরির মামলায় কুমারখালীতে মেহেদী হাসান নামে এক আসামীকে ধরতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় স্থানীয়দের হামলার শিকার হন পুলিশ সদস্যরা। আহত হন ৫ পুলিশ সদস্য। তাদের সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে ছেড়ে দেয়া হলেও ২ পুলিশ সদস্য এখনো চিকিৎসাধীন আছেন।