কুড়িগ্রামের রাজারহাট ব্রিজে ১২ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
- আপডেট সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজারহাটে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রিজে ৮ বছর ধরে চলাচলের দুর্ভোগে ১২ গ্রামের কয়েক হাজার মানুষ। বার বার অবগত করার পরও কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ স্থানীয়দের। এদিকে, ভাঙ্গা ব্রিজের স্থলে নতুন ব্রিজ তৈরির আশ্বাস সংশ্লিষ্ট দপ্তরের।
১০০ ফুট ব্রিজের মধ্যে ঝুলে আছে ২৫ ফুট। বাকি ৭৫ ফুটই পানির নিচে। চলাচলের অনুপযোগী নিচে বানানো ড্রাম ও বাঁশের সাঁকোটিও। এতেই ঝুঁকিপূর্ণ চলাচল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মেকলী ও ছাটকালুয়া গ্রামের মাঝে কামারের ছড়া খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয় ৩০ বছর আগে।
২০১৭ সালে বন্যার পানির তোড়ে ভেঙ্গে যায় ব্রিজের বেশিরভাগ অংশ। পরে চলাচলের জন্য কয়েক দফায় প্লাস্টিকের ড্রামের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করেন স্থানীয়রা। বর্তমানে সে সাঁকোটি হয়ে পড়েছে অকেজো।
এতে চলাচলের দুর্ভোগে শিক্ষার্থীসহ স্থানীয়রা। কৃষি পণ্য আনা-নেয়া করতে ঘুরতে হচ্ছে ১০ থেকে ১২ কিলোমিটার পথ। দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি তাদের।
এদিকে, ভাঙ্গা ব্রিজের জায়গায় ১শ’ ৩১ ফুটের নতুন ব্রিজ নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের এ’কর্মকর্তার।
তথ্যমতে, ১৯৯৫ সালে নির্মিত ১০০ ফুট দৈর্ঘ্যের ব্রিজটির ৭৫ ফুট বন্যার পানির তোড়ে ভেঙ্গে যায়।




















