কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে এনজিওকর্মীকে খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৭০৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার সঙ্গে জড়িত প্রধান ও একমাত্র আসামি এনামুল হক এনামকে সিলেট থেকে গ্রেফতার করেছে রেব
গতকাল রাতে সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৫ মার্চ কিস্তির টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে পদক্ষেপ এনজিওর রাঙ্গুনীয় ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক চম্পা চাকমার সঙ্গে এনামের কথা কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় এনাম তার অফিসের সামনে ওৎ পেতে থাকে। একপর্যায়ে অফিসের কাজ শেষ করে বের হলে চম্পার ওপর অতর্কিত হামলা চালায় এনাম। এসময় ছুড়ি দিয়ে উপুর্যুপুরি কুপিয়ে গলা কেটে পালিয়ে যায় সে। স্থানীয়রা চম্পাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে রেব।























