কিশোর গ্যাংয়ের সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে মেহেদি নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরমান নামে আরো একজন।
পুলিশ জানায়, রাতে কয়েকজন কিশোর ছেলের আওয়াজ পেয়ে বাজারে লোকজন জরো হয়। তারা দু’জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আহত মেহেদি। অন্যদিকে আহত আরমানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রহস্য উদঘাটনে কাজ করছে সিআইডি ও পিবিআই। নিহত মেহেদি ঠাকুরগাঁও রুহিয়া সেনেহারি গ্রামের আব্দুল মালেকের ছেলে সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
















