কিশোর গ্যাংয়ের মদতদাতাদের আইনের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৭৯২ বার পড়া হয়েছে
কিশোর গ্যাং প্রতিরোধ ও প্রতিকারে নেপথ্যে থাকা মদদদাতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।সকালে,এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে বির্তক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। তিনি জানান, কাউন্সিলরদের সহযোগীরা কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষক করছে এমন তথ্য পেয়েছে ডিএমপি
কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ প্রতিকার ও প্রতিরোধমূলক ২ টি কাজ করছে জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন,কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক চাপ নেই। তবে ব্যক্তি চাপ কিছুটা রয়েছে। এছাড়া,ডিএমপির ৫০টি থানার মধ্যে ১০ টিতেই কিশোর গ্যাং এর দৌরাত্ম্য রয়েছে স্বীকার করে কমিশনার বলেন, এটি প্রতিরোধে সবার আগে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
















