কিশোরগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। নিহত এক জন ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, জিনারি ইউনিয়নের পেছেরা গ্রামের রাজমিস্ত্রী বকুল মিয়া পাশ্ববর্তি সিদলা ইউনিয়নের গড়মাছুয়া নামাপাড়া গ্রামের আমিনুল হকের কাছে রাজমিস্ত্রী কাজের পারিশ্রমিকের ৩ হাজার টাকা পাওয়া ছিলো। এ পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। বিষয়টি নিস্পত্তির জন্য মঙ্গলবার সন্ধ্যার পর জিনারি ইউনিয়নের হাজীপুর বাজারে রিপন মেম্বারের দোকানে উভয়পক্ষের লোকজন শালিসে বসে। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন, তাইজুল ইসলাম, তার বড় ভাই আমিনুল হক, ভাতিজা শামীম ও একই এলাকার জালাল উদ্দিন। আহতদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাইজুলকে মৃত ঘোষনা করেন।

 
																			 
																		















