কিশোরগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তার পাশের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে কিশোরগঞ্জ-চামড়া সড়কের পাশে কিরাটন বিলপাড়া এলাকায় নিচু ধানক্ষেত থেকে গলায় গামছা প্যাচানো অবস্থায় মাঝ ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বিলপাড়া এলাকায় একটি পুকুরে পাশে ধানক্ষেতে কাদার মধ্যে এক মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।