কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে এই প্রবাসী মারা যান। ভৈরব উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ এ তথ্য জানান।
তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানতে সোমবার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। তিনি ২৬ ফেব্রুয়ারি দেশে আসেন। দেশে আসার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল- আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা নেয়া এ দুটি বেসরকারি হাসপাতালসহ আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবানা ফারজানা।