কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার ১৯৫তম জামাত অনুষ্ঠিত হবে
- আপডেট সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
করোনা মহামারির কারণে দু’বছর বন্ধ থাকার পর এবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদুল আজহার ১৯৫তম জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মুসুল্লিরা শুধুমাত্র টুপি ও জায়নামাজ ছাড়া অন্যকিছু নিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করতে পারবেন না।
দুই’শো বছরের বেশি সময় ধরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ১৮২৮ সালে ঈদুল ফিতরের বড় জামাতে প্রথম সোয়ালাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় “সোয়ালাখিয়া”। যা এখন শোলাকিয়া নামে পরিচিত। প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতর এ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে গেল দুই বছর ১৯৩ ও ১৯৪তম ঈদ জামাত হয়নি। দুই বছর পর শোলাকিয়ায় গেলো ঈদুল ফিতরের জামাত হয়েছে। হবে ঈদুল আজহার জামাতও। এতে আনন্দ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।
২০১৬ সালের ৭ জুলাই ঈদের নামাজ চলাকালীন ঈদগাহের কাছে পুলিশের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ নিহত হয় ৪ জন। সেই থেকে, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার জামাতেও বাড়তি নিরাপত্তার জন্য ঈদগাহে ওয়াচ টাওয়ার, ড্রোন ও সিসি ক্যামেরা থাকছে। এছাড়া রেব, পুলিশ, ২ প্লাটুন বিজিবিসহ সাদা পোশাকে পুলিশ থাকবে বলে জানান পুলিশ সুপার।
মুসুল্লিরা শুধুমাত্র টুপি ও জায়নামাজ ছাড়া অন্য কিছু সাথে নিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করতে পারবে না। এমনকি মোবাইল ও ছাতা বাড়িতে রেখে আসতে হবে।
ঈদুল ফিতরের জামাতে চার লাখ মুসুল্লি একসাথে ঈদের জামাত আদায় করে থাকেন শোলাকিয়া ঈদগাঁ মাঠে। ঈদুল আজহায় এ সংখ্যা কিছুটা কম হলেও, মুসুল্লিদের কাছে রয়েছে এ মাঠের সমান গুরুত্ব।





















