কিলিং মিশনে অস্ত্র সংগ্রহ নিয়ে তথ্য

- আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কুমিল্লা নগরীতে সহযোগীসহ ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল খুনে ব্যবহার করা অস্ত্র-গুলি সংগ্রহ করা হয়েছিল পাহাড়ি এলাকা খাগড়াছড়ির এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে। এসব অস্ত্র কিনতে অর্থ লেনদেন এবং কিলিং মিশনে নেতৃত্ব দেয়া শাহ আলমের কাছে পৌঁছে দেয়ার দায়িত্বে ছিল গ্রেপ্তার এমরান হোসেন ওরফে রিশাত নামের যুবক।
বৃহস্পতিবার তাকে কুমিল্লার আমলি আদালত-১-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তারের আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে কিলিং মিশনে অংশ নেয়া, হিট স্কোয়াডে থাকা অন্যদের নাম প্রকাশসহ অস্ত্র ব্যবসায়ীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে। তবে এখনই অস্ত্র সরবরাহে জড়িত ব্যক্তিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে প্রশাসন।ডিবি সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ কিলিং মিশনে থাকা সদস্য ও সিসিটিভি ফুটেজে শনাক্ত এবং তদন্তে পাওয়া আসামি জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী গ্রামের রিশাত ও কুমিল্লা নগরীর শুভপুরের মো. নাজিম ওরফে নাদিমকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।