কিছুতেই কমছে না বন্যার পানি

- আপডেট সময় : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ১৯৬৭ বার পড়া হয়েছে
কিছুতেই কমছে না বন্যার পানি। বৃষ্টির পানিতে নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর উপজেলার ত্রিশটি গ্রাম। পানি বাড়ার সঙ্গে সঙে বেড়েছে বানভাসীদের দুর্ভোগ।পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ থাকলেও উপজেলা প্রশাসন বলছে ওষুধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। টানা ৭ দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দি হয়ে আছে দুই লক্ষাধিক মানুষ। নতুন করে অনন্ত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
ঘরবাড়িতে পানি ওঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। চরম সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ।
নতুন করে প্লাবিত হওয়া এলাকাসহ বানভাসী মানুষের মাঝে ওষুধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিন উপজেলায় নগদ সাত লাখ টাকা ও ৬৩ টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।