কিউ আর কোডের মাধ্যমে ত্রানের সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে চান মেয়র আতিকুল

- আপডেট সময় : ০৭:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কিউ আর কোডের মাধ্যমে, ত্রানের সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে চান ঢাকা উত্তরের সদ্য দায়িত্ব নেয়া মেয়র আতিকুল ইসলাম। কোভিড ও ডেঙ্গু সংক্রমন প্রতিরোধে নাগরিকদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ইশতেহারে উল্লেখ করা প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করারও অঙ্গীকার করেন আতিকুল ইসলাম।
টানা দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসির মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। গুলশান নগর ভবনে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
পরে ভার্চুয়াল ব্রিফিং এ সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আতিকুল ইসলাম। বলেন, ‘সবার ঢাকা’ এপ ও হটলাইনের মাধ্যমে ঢাকা উত্তরের নাগরিকরা যে কোন অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন।
করোনা ও ডেংগু প্রতিরোধে নানা পদক্ষেপের কথা উল্লেখ করে এসব রোগ প্রতিরোধে সবার সহযোগীতা চান তিনি।
মশা নিধনে ব্যর্থদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন নতুন মেয়র।
কিউ আর কোডের মাধ্যমে সবার কাছে সুষমভাবে ত্রান বন্টনের পরিকল্পনার কথাও জানান তিনি।
দোকান , শপিংমল খোলা থাকবে কি না, আগামী সপ্তাহে দোকান মালিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান আতিকুল ইসলাম।