কিংবদন্তি টিভি উপস্থাপক ল্যারি কিং এর শারীরিক অবস্থা সংকটাপন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
কিংবদন্তি টিভি উপস্থাপক ল্যারি কিং কোভিডে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি এক সপ্তাহ ধরে সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে রাজি হননি ল্যারির পরিবার ও চিকিৎসক। গত কয়েক বছরে তার তার স্বাস্থ্যের বেশ অবনতি হয়েছে। একবার হৃদরোগে আক্রান্ত হন। ল্যারি বয়সের বার্ধক্যজনিত রোগে ভুগছেন। এই কিংবদন্তি সাংবাদিক সিএনএন, ইউএস টুডেসহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। ইউএস টুডেতে ২০ বছর কলাম লিখেছেন। সর্বশেষ রুশ গণমাধ্যম আরটি এবং হুলুতে কাজ করছিলেন।