কাল সোমবার বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩৮:০০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ২০০৬ বার পড়া হয়েছে
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট আগামীকাল সোমবার (২ জুন) জাতির সামনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিকেল ৩টায় তিনি বাজেট বক্তৃতা শুরু করবেন।
আজ রবিবার (১ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতাটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সরাসরি সম্প্রচার করা হবে। একইসঙ্গে বিটিভির ফিড নিয়ে দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে একযোগে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হতে পারে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা, আর এনবিআর বহির্ভূত উৎস থেকে আদায়ের লক্ষ্য ধরা হতে পারে ১৯ হাজার কোটি টাকা। এছাড়া করবহির্ভূত রাজস্ব আয় নির্ধারণ করা হতে পারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বাজেট সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার লক্ষ্যকে সামনে রেখে তৈরি করা হয়েছে। তবে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা ও বাজেট বাস্তবায়নের দক্ষতা—এসবই হবে সরকারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
আগামীকাল বাজেট ঘোষণার পর তা নিয়ে দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী মহল ও সাধারণ নাগরিকদের মধ্যেও প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে বলে ধারণা করা হচ্ছে।

 
																			 
																		
















