কাল মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কাল মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে কোনো ম্যাচ না হেরেই নকআউটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্যদিকে গ্রুপপর্বে একটি ম্যাচ হারলেও সেমিতে জায়গা পেতে সমস্যা হয়নি অজিদের।
দুই দলের খেলোয়াড়রাই আছেন আগুনে ফর্মে। বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজদের চার-ছয়ের জবাব দিতে রয়েছেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথরা। অপরদিকে বোলিংয়ে শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, শাদাব খানদের টেক্কা দিতে তৈরি আছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পারা। ২০০৭ সালে শুরু হওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্টে একবার শিরোপা জিতেছে পাকিস্তান। ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও এখনও টি-টোয়েন্টিতে শিরোপা জেতেনি অস্ট্রেলিয়া।