কাল মিরপুরে পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের

- আপডেট সময় : ০৯:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কাল পর্দা উঠছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। মিরপুরে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ জেমকন খুলনা। এদিকে, এই ম্যাচ দিয়ে ১৩ মাস পর ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান।
আবারো সাজ সাজ রব মিরপুর হোম অব ক্রিকেট। উপলক্ষ্য বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। নতুন আসর আসরকে সামনে রেখে আরো একবার নিজেদের ঝালিয়ে নিলেন ক্রিকেটাররা। দেশ সেরা ৮০ ক্রিকেটার পাঁচ দলে ভাগ হয়ে মেতে উঠার অপেক্ষায়।
উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায়। মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেষ টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে দুই দলের দুই তারকা মুশফিক ও শান্ত খেলেছেন একই দলে। এবার তারাই প্রতিপক্ষের ভূমিকায়। সংবাদ সম্মেলনে কথা বলেছেন এক অপরের শক্তি আর দুর্বলতা নিয়ে।
ম্যাচে নামার আগে বড় দু:সংবাদ রাজশাহী’র। ইনজুরি আক্রান্ত সাইফুদ্দিন প্রথম ম্যাচ তো বটেই খেলতে পারবেন না প্রথম সপ্তাহ।
দিনের আরেক ম্যাচ বরিশাল-খুলনার। যে ম্যাচে দিয়ে ১৩ মাস পর মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। বরিশালের চেয়ে শক্তির বিচারে কাগজে-কলমে ঢের এগিয়ে জেমকন খুলনা। যা দুই অধিনায়কের কণ্ঠেও পরিষ্কার। তবে, ভিন্ন ধর্মী চাপ দু’দলের সঙ্গী।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের একমাত্র অপুর্নতা মাঠে দর্শকের প্রবেশাধিকার না থাকা। যদিও ক্রিকেটারদের জমাট লড়াই টিভি সেটে উপভোগ করতে পারবেন দর্শকরা।