কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।টানা কর্মসূচির মধ্যে সবশেষ মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি। এর আগের কয়েক দফায় টানা ৪৮ বা ৩৬ ঘণ্টার অবরোধ বা হরতাল কর্মসূচি পালন করলেও এবার এক দিনের কর্মসূচি দিল সরকার বিরোধী এক দফা আন্দোলনে থাকা বিএনপি। সারা দেশে একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা জোট।

 
																			 
																		























