কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ
- আপডেট সময় : ০৯:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। দীর্ঘ বিরতির পর প্রিয় ফরম্যাটে দল খেলতে মুখিয়ে আছে বলে, জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। প্রতিপক্ষ আফগানদের সমীহ করলেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তামিম। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
বিপিএলের ধকল কাটতে না কাটতেই, আবারও মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। উপলক্ষ্য আফগানিস্তানের বিপক্ষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ক’দিন আগেও যারা একে অপরের প্রতিপক্ষ হয়ে লড়েছেন সেই মুশফিক-মাহমুদউল্লাহরা এখন এক, অভিন্ন লক্ষ্য, প্রতিপক্ষ বধের মিশনে।
দীর্ঘ সাত মাস পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কেননা, এর সঙ্গে জড়িয়ে আছে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগ। আফগানদের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে উঠবে বাংলাদেশ। তামিম ইকবালের চাওয়া ম্যাচ বাই ম্যাচ ধরে এগোনো, জয় দিয়ে সিরিজ শুরু করা।
টেস্ট ও টি-টুয়েন্টির তুলনায় ওয়ানডে ফরম্যাটে গেল কয়েক বছর ধরে ধারাবাহিক ডোমিঙ্গো বাহিনী। তাই আফগানদের সমীহ করলেও ম্যাচে নিজেদের পিছিয়ে রাখছেন না বাংলাদেশ অধিনায়ক।
অতীত পরিসংখ্যানও আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। দু’দলের ৮ দেখায় পাঁচ জয়ে এগিয়ে তামিমের দল। যদিও সব পরিসংখ্যান উড়ে যেতে পারে নবি-রশিদদের হুঙ্কার ছড়ানোর দিনে। তাই বিরূপ কন্ডিশনেও চমক দেখাতে চায় আফগানিস্তান।
চট্টগ্রামে দিবা রাত্রির ম্যাচ শুরু সকাল ১১টায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।










