কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি সিরিজ

- আপডেট সময় : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি সিরিজ। মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দু’দলই। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে, দেশের মাটিতে শেষ সিরিজ হওয়ায় উজ্জ্বীবিত বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাল রিয়াদ জানালেন, ওয়ানডে সিরিজের ভালো পারফরম্যান্স দলের জন্য অনুপ্রেরণা।,আর, ফরম্যাট ভিন্ন হওয়ায় নিজেদের ফেভারিট মানছেন সফরকারী জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। মিরপুর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ঢাকা, সিলেট ঘুরে আবারো ঢাকায়। ভেন্যু বদলানোর মতো এবার ফরম্যাটও বদলেছে। টেস্ট, ওয়ানডের পর এবার টি-টুয়েন্টি মিশনে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
সফরকারীদের বিপক্ষে উজ্জীবিত বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ। সবকিছু মিলে আত্মবিশ্বাসী স্বাগতিক শিবির। যদিও তাতে নির্ভার নন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টুয়েন্টি বলেই হয়তো সর্তক বাংলাদেশ অধিনায়ক।
ওয়ানডেতে যতটা উজ্জ্বল, টি-টুয়ন্টিতে ততটাই বিবর্ণ বাংলাদেশের পারফরম্যান্স। তবে, তামিম-লিটনদের সাম্প্রতিক ফর্ম ও দীর্ঘদিন পর সাইফুদ্দিনের অর্ন্তভুক্তি বাড়তি প্রেরণা স্বাগিতকদের।
চলতি বছর মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এখন থেকেই যার প্রস্তুতি নিতে চান মাহমুদউল্লাহ রিয়াদ।
আত্ববিশ্বাস যোগানের অভাব নেই জিম্বাবুয়ের। একেতো চেনা কন্ডিশন, তার উপর টি-টিয়েন্টি ফরম্যাট। সবকিছু মিলে নিজেদের ফেভারিট মানছেন অধিনায়ক শন উইলিয়ামস।আমরা পেছনে তাকাতে চাইনা। নতুন করে শুরু করতে চাই। টি-টুয়েন্টি ফরম্যাট বলে আমরা আত্মবিশ্বাসী। জয়ের জন্যই মাঠে নামবো আমরা।
টেস্ট ও ওয়ানডের পর, টি-টুয়েন্টি সিরিজের জয়ের ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ। বিপরীতে অধরা জয়ের চ্যালেঞ্জ জিম্বাবুয়ের।