কাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১ অক্টোবর পর্যন্ত। এ বছর এসএসসি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষা গ্রহণে সারাদেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস ঠেকাতে মন্ত্রণালয়ের নির্দেশে নেয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। তিনটি বিষয় বাদ দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এবার। পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সবাইকে আইনশৃংখলা মেনে পরীক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা বোর্ড প্রধানরা।