কাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দুই দিন বিরতি দিয়ে কাল থেকে আবারও মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে সিলেট পর্ব।ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে স্বাগতিক সিলেট ও খুলনা টাইগার্স। আসরে তিন পর্ব শেষে পয়েন্ট টেবিলে আধিপত্য দেখাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচে ৪ জয়ের সঙ্গে ১ হারে টেবিলের শীর্ষে আছে কুমিল্লা। বৃষ্টিতে এক ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে দুইয়ে সাকিবের ফরচুন বরিশাল। ৭ পয়েন্ট নিয়ে তিনে মিনিস্টার ঢাকা। ৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে থেকে চট্টগ্রাম পর্ব শুরু করবে খুলনা টাইগার্স। টেবিলের পাঁচে চট্টগ্রাম আর তলানিতে সিলেট সানরাইজার্স। চার ম্যাচে হারলেও এখনো শেষ চারের সম্ভাবনা টিকে আছে সিলেটের।










