কালুরঘাটে ২৭ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসুচির উদ্বোধন করবে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ২৭ মার্চ সমাবেশ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসুচির উদ্বোধন করবে বিএনপি। এতে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাসহ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে।
সকালে সমাবেশস্থল পরিদর্শনে এসে একথা জানান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি আরো বলেন, সুবর্ণ জয়ন্তীতে এসে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের চরিত্র হননে সর্বশক্তি নিয়োগ করেছে আওয়ামী লীগ সরকার। তাই জনগণকে সঙ্গে নিয়ে সরকারের ইতিহাস বিকৃতির এই অপচেষ্টা রুখে দেবে বিএনপি। আর এই কর্মসুচীর অংশ হিসেবে কালুরঘাটের স্বাধীনতার ঘোষণা স্থলেই সমাবেশের আয়োজন করা হচ্ছে।























