কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনার হট স্পট গাজীপুরে সংক্রমণ মোকাবিলায় কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
জেলা প্রশাসন জানায়, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ডকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এছাড়া কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৭টি গ্রামকে ‘গ্রিন জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।‘রেড জোন’ এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত রাত ১২টা থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।