কালা নেপালের দাম হাঁকালো এক লাখ

- আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৫২০ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের গঙ্গাবর্ধী এলাকার দিকনগর গ্রামের স্কুল ছাত্র সোহান সেক তার সখের খাসি ‘কালা নেপাল’ পালন করে এখন স্থানীয়দের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন। তোতা জাতের এই খাসীটির বর্তমান ওজন ৬৫ কেজি এবং সোহানের ধারণা, কোরবানির ঈদের আগেই ওজন ৭০ কেজি ছাড়িয়ে যাবে।
মাত্র ২১ মাস বয়সী এই খাসীটি দেশীয় খাবার খাইয়ে লালনপালন করেছেন সোহান। তার পরিবারের সদস্যরা জানান, তারা খাসিটির জন্য এক লক্ষ টাকা দাম চাইলেও, ৭৫ থেকে ৮০ হাজার টাকা হলে সেটি বিক্রি করে দিতে রাজি আছেন। ইতোমধ্যে বহু ক্রেতা ‘কালা নেপাল’ দেখতে এসেছেন এবং দাম দরেও আগ্রহ দেখিয়েছেন।
এ পর্যন্ত খাসিটির সর্বোচ্চ দাম উঠেছে ৫৫ হাজার টাকা। তবে সোহান আশাবাদী, কোরবানির ঈদের আগেই তার খাসিটি ন্যায্য দামে বিক্রি হবে। স্থানীয়দের মতে, একজন স্কুল ছাত্রের এই উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, বরং তরুণদের কৃষি উদ্যোক্তা হতে আগ্রহী করে তুলতে উদাহরণ হতে পারে।