কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়েছে লঞ্চ
- আপডেট সময় : ০৪:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ২২০৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় কার্গোর ধাক্কায় তলা ফেটে চরে আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ লঞ্চ। এতে এক নারী যাত্রী নিখোঁজ এবং আরেক যাত্রী আহত হন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধাক্কা দেয়া কার্গো জাহাজটি পালিয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, ঘটনার পর যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে স্থানীয় নৌ-পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করে। সকালে চাঁদপুর থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। আহত পুরুষ যাত্রীকে চাঁদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর রাত ৪টার দিকে এমভি সুন্দরবন-১৫ দুর্ঘটনা কবলিত লঞ্চের ২৫০ যাত্রীকে বরিশাল নিয়ে গেছে। সকাল ৮টায় তারা বরিশাল লঞ্চঘাটে পৌঁছান।
চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার পর থেকে যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করা হয়।



























