কারাগারে বিএনপি’র নেতারা মানবিক জীবনযাপন করছে- রিজভী
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
কারাগারে বিএনপি সিনিয়র নেতারা মানবিক জীবনযাপন করছে, তাদের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। নির্বাচনে যেতে দরকষাকষি করতে সরকার বিএনপি সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে দাবি করে রিজভী বলেন, সরকার বিএনপিকে ভাঙার যে নীল নকশা করেছে, তা কখনো বাস্তবায়ন হবে না। দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় গত ৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আন্তর্জাতিক দাবিতে পরিণত হয়েছে। বিএনপির সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান রিজভী।

 
																			 
																		
















