কারও প্রেসক্রিপশনে নয়- নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথামতো বা কোনো বহিঃশক্তির প্রেসক্রিপশনে নয়, আগামী নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। তিনি জানান, বাংলাদেশের কোন নির্বাচনে কখনো ভারতের হস্তক্ষেপ ছিলো না।
বিকেলে রাজধানীর স্বামীবাগে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইসকন আশ্রমে আলোচনা সভায় একথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ কারো ভিসানীতি বা নিষেধাজ্ঞা বিবেচনা করে না উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের নজর সংবিধান আর জনগণের দিকে।
নির্বাচন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেই বিএনপির কাছে প্রমাণ হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যত শঙ্কা আর সংশয় থাকুক, আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে বলে জানান ওবায়দুল কাদের।