কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া চলবে না : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ কথা বলতে পারবে না। তিনি জানান, সারাদেশে এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। যে কোন দুর্ঘটনা এড়াতে দুর্গা বিসর্জনের সময় সনাতন ধর্মাবলম্বীদের সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে একথা বলেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপস
আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশ যেনো অসাম্প্রদায়িক চেতনায় চলতে পারে, বর্তমান সরকার সে লক্ষেই কাজ করছে।
শেখ হাসিনা বলেন, সকল ধর্মের প্রতি সম্মান দেখানো সবচেয়ে বড় উদারতা।
উৎসব উদযাপনে খরচের একটি অংশ কল্যাণ ট্রাস্টে দান করতে বিত্তশালীদের প্রতি আহবান জানান সরকার প্রধান।
পঞ্চগড়ের নৌকা ডুবির ঘটনা স্মরণ করে, প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ সচেতনার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপস..সিংক