কারও দয়ায় ক্ষমতায় আসেনি শেখ হাসিনা : জাহাঙ্গীর কবির নানক

- আপডেট সময় : ০৮:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কারও দয়ায় শেখ হাসিনা ক্ষমতায় আসেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আর, দেশবিরোধী অপপ্রচারকারিদের কবর রচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে এগিয়ে আসার আহবান জানিয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
রোববার টিএসসি প্রাঙ্গনে দীর্ঘ পাঁচ বছর পর আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৮টি হল শাখার সমন্বিত সম্মেলন।
পতাকা উত্তোলন এবং বেলুন-পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ নেতারা।
শুরুতেই আলোচানায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে।
নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি গঠনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের মেলবন্ধন তৈরি হবে বলে আশা করেন আওয়ামী লীগের এই নেতা।