কামারপট্টিতে বেড়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা

- আপডেট সময় : ০৭:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পশু কেনার পাশাপাশি কোরবানির মাংস কাটাকাটির জন্য দা-ছুরি-চাপাতির চাহিদা বেড়েছে। রাজধানীর বাজারগুলোর কামারপট্টিতে বেড়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। ঝন ঝন শব্দে জমেছে বঁটি, ছুরি, চাপাতির বেচাবিক্রি। বিধিনিষেধ মেনেই এসব দোকানে চলছে শেষ মুহুর্তের কেনা-বেচা।
ঈদকে কেন্দ্র করে শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে রাজধানীর ছুরি-চাপাতি ও সরঞ্জামের দোকানগুলোতেও। প্রতি বছরই কোরবানির ঈদকে কেন্দ্র করে এসব দোকানে থাকে বাড়তি ব্যস্ততা।এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। এবার মাংস কাটা ও চামড়া ছড়ানোর সরঞ্জামের দাম অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান কম থাকায় দোকানিরা এবার দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন একাধিক ক্রেতা।
তবে দাম যাই হোক ক্রেতা ছাড়ছেন না বিক্রেতারা। কম-বেশি দামে বিক্রিবাটা বাড়িয়েছেন। ছুরি-বটির বড় বাজার ঢাকার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় অনেকটা উৎসবমুখর পরিবেশ। ক্রেতা সমাগমও বেশি। বেচাকেনাও ভাল।