কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ

- আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ১৬২২ বার পড়া হয়েছে
আজ থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ আহরণ, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। হ্রদের মৎস্য সম্পদ রক্ষা, মাছের প্রজনন বৃদ্ধি ও পোনা সংরক্ষণের লক্ষে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ এ নিষেধাজ্ঞা জারি করেন। একই সময়ে রাঙামাটির সব বরফ কলের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে বলা হয়, হ্রদে কার্পজাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনা সংরক্ষণ ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করার লক্ষে পয়লা মে থেকে ৩০ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ বন্ধ থাকবে। প্রতিবছর একই মৌসুমে কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় বেকার হয়ে পড়ে হ্রদের মাছের উপর নির্ভর ২০ হাজারের অধিক মৎস্যজীবি ও শ্রমিক। এদিকে মাছ শিকার বন্ধের সময়ে হ্রদের জেলেদের সরকারিভাবে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।