কাপ্তাই লেকের ৪ মাস মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে জেলেরা

- আপডেট সময় : ০৬:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চলতি মৌসুমে কাপ্তাই লেকের ৪ মাস মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে জেলেরা। লেকে পানির স্তর বাড়ায় বেড়েছে মৎস আহরণ। বিগত বছরের তুলনায় মৎস আহরণ বেশি হওয়ায় লাভের মুখ দেখছে খাগড়াছড়ির মহালছড়ি অংশের মৎসজীবীরা।
খাগড়াছড়ির মহালছড়ির কাপ্তাই লেকে মৎস আহরণের উপর নির্ভরশীল জেলের সংখ্যা প্রায় ৬ হাজার। বছরের অর্ধেকের বেশি সময় এখানে মাছ শিকার করেন মৎসজীবীরা। লেকে ছোট মাছের পাশাপাশি রুই, কাতলা, বোয়াল, তেলাপিয়া ও আড়িমাছসহ প্রায় সব ধরণের মাছ পাওয়া যায়। তবে মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বন্ধ ছিলো মাছ ধরা।
মৎস বিভাগ জেলেদের কাছ থেকে গড়ে প্রতি মাসেই ২০/২৫ লাখ টাকার রাজস্ব আদায় করে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে এসব মাছ পাঠানো হয়। তবে চলতি বছর মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হওয়ায় মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস বাড়িয়ে ৪ মাস করা হয়। এই সময়ে বেড়েছে মাছের বিচরণ। ফলে কাঙ্খিত লক্ষ্যমাত্রায় মাছ ধরা পরায় খুশি ব্যবসায়ীরা।
যেভাবে মাছ ধরা পড়ছে, তা অব্যাহত থাকলে গত বছরের লোকসান পুষিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী
মাছ ধরার নিষেধাজ্ঞার সময় বাড়ানোয় লেকে বেড়েছে পানি। গত বছর এই সময়ে কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় কমে গেছে মৎস আহরণ। তবে এ বছরের চিত্র ভিন্ন।
মৎস আহরণ বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই লেকে দ্রুত ড্রেজিং করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।