কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্রের ৩ টি ইউনিট বন্ধ

- আপডেট সময় : ০৫:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কাপ্তাই লেকের পানির স্তর অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্রের ৩ টি ইউনিট বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
এতে জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহ হ্রাস পেয়েছে। বিদ্যুতকেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে রুলকার্ভ অনুযায়ী সবকটি ইউনিট চালু রাখতে হলে মীন সী লেভেল থেকে ৮৩ ফুট এমএসএল পানি থাকতে হয়। কিন্তু বর্তমানে ৭৬ ফুট এমএসএল পানি রয়েছে। এতে বাধ্য হয়ে তিনটি ইউনিট সম্পুর্ণ বন্ধ রাখতে হয়েছে। বাকি যে দুটি ইউনিট চলছে সেখানেও বিদ্যুত উতপাদন কমিয়ে আনা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানিয়েছেন, বৃষ্টি না হওয়ায় এবং প্রচন্ড খরার কারণে কাপ্তাই লেকে পানির স্তর অনবরত কমে যাচ্ছে। এভাবে বৃষ্টিহীন এবং খরা অব্যাহত থাকলে কাপ্তাই লেকে পানির স্তর আরো কমে যাবে। দুই এক দিনের মধ্যে বৃষ্টি না হলে আরো একটি ইউনিট বন্ধ রাখতে হতে পারে। আর একসপ্তাহর বেশি বৃষ্টি না হলে পুরো বিদ্যুতকেন্দ্রটিই বন্ধ হয়ে যাওয়ার আশংকা আছে।