কানাডায় বয়ে যাচ্ছে মরুভূমির তাপমাত্রা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
রেকর্ড ভাঙা তাপমাত্রায় বিপর্যস্ত কানাডার স্বাভাবিক জীবনযাত্রা। শীতপ্রধান দেশ হয়েও কানাডায় বয়ে যাচ্ছে মরুভূমির তাপমাত্রা। পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলছেন প্রাদেশিক প্রধান।
তীব্র তাপদাহে গত শুক্রবার থেকে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রায় শুধু ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই ৪৮৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে তাপামাত্রা, যা বিগত ১শ’ বছরের রেকর্ড ভেঙেছে। গরমের দাপটে ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। গত এক সপ্তাহ ধরে দাবদাহে নাকাল জনসাধারণ। অস্বাভাবিক তাপমাত্রায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বেশি মারা যাচ্ছেন বয়স্করা।জলবায়ু পরিবর্তনই দেশটিতে এমন তাপদাহ চলছে বলে-মনে করছেন পরিবেশবাদীদের।






















