কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো নভেল করোনাভাইরাসে আক্রান্ত

- আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ট্রুডোর মধ্যে এখনও কোনো উপসর্গ দেখা না গেলেও স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে, করোনায় নতুন করে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ভারত ও অস্ট্রিয়ার নাম।
ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেস সচিব করোনায় আক্রান্ত হওয়ার পর ভাইরাসটি টেস্ট করে রিপোর্টের অপেক্ষায় রয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানো ব্রাজিল প্রেসিডেন্ট সচিবের করোনায় সংক্রমিত হলেও ট্রাম্প সুস্থ আছে দাবি করে কোভিড-নাইনটিনের টেস্ট করেনি। একসঙ্গে ৫০০ জনের জমায়েত নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। কোভিড-নাইনটিনের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়ায়। চীন, হংকং ও দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসলেও বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী কোভিড-নাইনটিন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে ইতালিতে। সর্বশেষ তথ্য অনুয়ায়ি, বিশ্বের ১১৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন।। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারেও বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজারেও বেশি। গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮৯ মারা গেছেন ইতালিতে। আর সংক্রমিত হয়েছে প্রায় ৩ হাজার জন। অপরদিকে, করোনাভাইরাসের উৎপত্তি স্থল চীনে শেষ ২৪ ঘন্ণ্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ৮ জন।