কাটছাট ছাড়াই সংসদে পাশ হচ্ছে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট

- আপডেট সময় : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কোনরকম কাটছাট ছাড়াই জাতীয় সংসদে পাশ হলো ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট।এদিকে বাজেটের ওপর ৪২১টি ছাঁটাই প্রস্তাব নাকচ হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগের ৫৯টি দাবির বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির নয় জন সংসদ সদস্য এই ছাঁটাই প্রস্তাবগুলো দেন।
বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এ বৈঠকে আজ ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস হবে। আগামীকাল থেকে কার্যকর হবে নতুন অর্থবছরের বাজেট। ছাঁটাই প্রস্তাব দেয়া সংসদ সদস্যরা হলেন–জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, মুজিবুর রহমান চুন্নু ও রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদ ও রুমিন ফারহানা। ৫৯টি দাবির মধ্যে সংসদ সচিবালয় এবং বিচার ও সংসদ বিষয়ক বিভাগে কোনও ছাঁটাই প্রস্তাব ছিল না। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি করে ছাঁটাই প্রস্তাব দেয়া হয়। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ের চার থেকে নয়টি করে ছাঁটাই প্রস্তাব ছিল।