কাকরাইলে মা-ছেলে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায় ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির একটি বাসায় আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম ও তাঁর ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা ও মুক্তার ভাই জনিকে আসামি করে শামসুন্নাহারের ভাই আশরাফ আলী রমনা থানায় মামলা করেন। ২০১৮ সালের ১৬ জুলাই ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক মো. আলী হোসেন। এই তিন আসামিই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
















