কাউকে গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর নেমপ্লেট ও পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা

- আপডেট সময় : ০৯:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কাউকে গ্রেফতারে আইন-শৃঙ্খলা বাহিনীর নেমপ্লেট ও পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে। ফৌজদারি কার্যবিধিতে এমন সংশোধন আনতে যাচ্ছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকশেষে এ কথা জানান তিনি। আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন ।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেয়ার বিধান উপদেষ্টা পরিষদ বাতিল করেছে ।
আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান,বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়পত্র প্রদর্শন ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবে না এবং স্বজনদেরকে ১২ ঘন্টার মধ্যে অবহিত করার বিধান রেখে ফৌজদারি আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান,গোপালগঞ্জের ঘটনায় সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।