কলম্বোয় গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি ভারতের সম্পূর্ণ সমর্থন রয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় সেনা পাঠানোর খবরকে মিডিয়ার কল্পনামূলক দাবি করে তা প্রত্যাখ্যান করেছে ভারত। স্রেফ গুজব দাবি করে নয়াদিল্লি জানায় কলম্বোয় গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে।
পদত্যাগে বাধ্য হওয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার পরিবারের সদস্যরা ভারতে পালিয়ে যাওয়ার খবরও ‘ভুয়া এবং নির্লজ্জ মিথ্যা’ বলে দাবি করেছে ভারত। এক টুইট বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, শ্রীলঙ্কায় ভারতীয় সৈন্য পাঠানোর সংবাদ ভারত সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে এনডিটিভি জানিয়েছে, ৯ মে পদত্যাগের পর থেকেই মহিন্দা রাজাপাকসের অবস্থান নিয়ে জল্পনা চলছে। জানা গেছে মাহিন্দা সপরিবারে তার সরকারি অফিস-কাম বাসভবন টেম্পল ট্রিস ছেড়ে চলে গেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার ঠিক কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।



























